• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:০৫:৩৭ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।৮ নভেম্বর শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক শহর চৌমুহনীর জেনুইন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী তোফায়েল আহমেদ তোতা মিয়া, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন, বেগমগঞ্জ ট্রাফিক ইনচার্জ উত্তম বাবুসহ আরো অনেকে।এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশক ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি অরুণ কান্তি, সিনিয়র সহ সভাপতি আবদুল জলিল, মোহাম্মদ শামীম, আবদুল্লাহ আল মামুন রফি, সহ সভাপতি নেজামুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক সংকর সাহা, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের হোসেন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল সাইদ রসিসহ আরো অনেকেই।এসময় বক্তারা ব্যাবসায়িক সততা ও আন্তরিকতার মাধ্যমেই এই সেক্টরকে আরও শক্তিশালী করা সম্ভব। সংগঠনের কার্যক্রম, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় রাখা এবং নৈতিক ব্যবসা পরিচালনার বিষয়ে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সবাই। নোয়াখালীর ব্যাবসায়িক পরিবেশ আরো উন্নত করতে স্থানীয় ভাবে চাঁদা দেওয়া ও প্রশাসনের হয়রানি থেকে মুক্তি পেতে সবার সহযোগিতা কামনা করেন।সম্মেলনে সবার শেষে নোয়াখালী জেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার পরিবেশক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান