• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ সকাল ১১:৪২:২০ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় মন্দিরের গোডাউনে দুর্বৃত্তের আগুন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি সর্বজনীন দুর্গা মন্দিরের গোডাউন মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কচুয়া পৌরসভার করইশ সর্বজনীন দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে।মন্দিরের সভাপতি রতন বাবু ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মন্দিরের পাশের গোডাউনে আগুন দেখতে পেয়ে সকলে মিলে ডাক-চিৎকার শুরু করেন। দ্রুত সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।সংবাদ পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গোডাউন ও গোডাউনে থাকা মন্দিরের পূজার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।মন্দির কমিটির সভাপতি রতন বাবু বলেন, ‘মন্দিরের গোডাউনে শুধু পূজার মালামাল থাকে এবং এখানে কোনো ইলেকট্রিক সংযোগ নেই। যার ফলে আমরা ধারণা করছি, কেউ বা কোনো পক্ষ সনাতন ধর্মাবলম্বী ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত করছে।’তিনি আরও বলেন, ‘ গত ১০০ বছরেও এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।’সংবাদ পেয়ে শুক্রবার সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে কচুয়া থানা প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান