• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ০৮:৪৬:২৬ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় রেলওয়ের পুকুর ভরাট করছেন প্রভাবশালীরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের জন্য রেলওয়ের পুকুর ভরাট করছেন প্রভাবশালীরা।প্রকাশ্যে ও রাতের আঁধারে বালু ফেলে তারা পুকুরের অন্তত ৪০ শতাংশ জায়গা ইতোমধ্যে ভরাট করেছেন। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, জলাধার হিসেবে চিহ্নিত কোনো জায়গা ভরাট বা শ্রেণি পরিবর্তন করা যাবে না।বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে তাঁকে কাজ বন্ধের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।সরেজমিনে গিয়ে দেখা যায়, মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পুকুর ফেলা হয়েছে বালু। যার ফলে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহ্ত হয়েছে ও নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পানি নিষ্কাশনের ড্রেনও বন্ধ হয়ে গেছে।মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, রেলের আইন অনুযায়ী কোন ডকুমেন্ট ছাড়া রেলের কোন স্থানে কোন স্থাপনা নির্মাণ বা কোন কার্যক্রম করা আইনগত দণ্ডনীয় অপরাধ।বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান ভূসম্পত্তি কর্মকতা (পশ্চিম) মো. নাদিম সারওয়ার জানান, অবৈধভাবে কেউ কিছু করতে পারবে না। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।