গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে ঢাকায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।৭ নভেম্বর শুক্রবার দুপুরে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ৫ নভেম্বর বুধবার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি নগরের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এরশাদ উল্লাহ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত আছেন। পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তার বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিল।’এর আগে বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহ যখন গণসংযোগে ছিলেন, তখন একদল অস্ত্রধারী সন্ত্রাসী জনসংযোগের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। এই হামলায় বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। বাকি দুজন হলেন তার সঙ্গে জনসংযোগে থাকা সরোয়ার বাবলা ও শান্ত। এই ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নিহত হন।উল্লেখ্য, নিহত সরওয়ার বাবলা নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন এবং তাঁর বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে।এদিকে সরওয়ার হোসেন বাবলা নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার সকালে চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন চান্দগাঁও থানাধীন হাজীরপুল এলাকার মৃত আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩৫) ও একই এলাকার মোহাম্মদের ছেলে হেলাল (৪০)। জানা গেছে, তারা দুজনই অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।