পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পীরাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে পীরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিলনসহ এখন পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযানের নেতৃত্ব দেওয়া পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ও সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পীরগাছা থানার আওতায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিবুল্লাহ এশিয়ান টিভির প্রতিনিধিকে জানান, গ্রেফতার সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারে আসামি হিসেবে নাম রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে।তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।