ন্যাশনাল লাইফের কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিনের চাটার্ড সেক্রেটারি ডিগ্রি ডিগ্রী অর্জন
নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল লাইফের কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন চাটার্ড সেক্রেটারি ডিগ্রি অর্জন করেছেন।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ওসিএসবি অফিসিয়ালভাবে এই রেজাল্ট ঘোষণা করে।জানা গেছে, প্রায় শতাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে মাত্র ৫ জন শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়।বাংলাদেশে ৩টি প্রফেশনাল ডিগ্রী সিএ, সিএমএ ও সিএস’র মধ্যে নিজাম উদ্দিন আইসিএসবি থেকেচাটার্ড সেক্রেটারি ডিগ্রী অর্জন করেন।উল্লেখ্য, বাংলাদেশ সরকার কর্তৃক আইন প্রণয়ন করে ৩টি বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে আইসিএবি, আইসিএমএবি ও আইসিএসবি প্রফেশনাল ডিগ্রী প্রদান করে থাকে, তার মধ্যে Institute of Chartered Secretaries Act-2010 আইনের অধীনে আইসিএসবি পরিচালিত।মোহাম্মদ নিজাম উদ্দিনের এই ডিগ্রী অর্জনে কোম্পানীর সিইও মো. কাজিম উদ্দিন তাকে অভিনন্দন জানান।