• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩২ রাত ০১:২৯:৫৬ (18-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঋণ পুনঃতফসিলের মেয়াদ বৃদ্ধি, সালাউদ্দিন চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ আদায় সহজ করতে কিছু বড় প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গত পাঁচ বছর থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটার পর একটা বিপর্যয়ে দিশেহারা শিল্পখাতকে পূণজীবিত করতে বাংলাদেশ ব‍্যাংক ঘোষিত এই নীতি সহায়তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরী।সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পখাত নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে এ সংকট মোকাবেলায় তারা বিভিন্ন উদ্যোগের কথা জানান।ব্যবসায়ী দম্পতি বলেন, বর্তমান শিল্পখাত চরম সংকটে রয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো এবং অসংখ্য শ্রমিকদের কর্মসংস্থান পুণরায় চালু হবে। দেশের অথর্নীতি ও এগিয়ে যাবে। আর্থ সামাজিক পরিবেশেরও উন্নতি হবে । ব‍্যাংকও টাকা ফেরত পাবে।মেয়াদ ১০ বছর থেকে ১৫ বছর বাড়িয়ে শর্তহীনভাবে এই সুযোগ দেয়ার অনুরোধ করেছেন তারা।তারা আরও জানান, এই ঋণ পুনঃতফসিল নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন। তবে বাস্তবিক অর্থে এত ধকল সহ্য করে ব‍্যবসা ও কর্মসংস্থান চালিয়ে নেয়া বড় চ্যালেঞ্জিং।তারা আশা করেন, দ্রুত যদি আমরা বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগাতে চাই, তাহলে আরও নমনীয় একজিট পলিশির সাথে সাথে ব‍্যবসা সহজীকরণ, নতুন বিমানবন্দর-পোর্ট খুলে দেয়া, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি সংকটের সমাধান, ওয়ান স্টপ সার্ভিসসহ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সাথে সাথে আমাদের ব্যবসায়ীদেরও বিনিয়োগে আরও দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর ব‍্যাংকগুলো যাতে কোনরকম অনৈতিকতার মধ্যে না পড়ে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে ও যথাযথ পলিসি প্রণয়ন করতে হবে।