• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ রাত ০৮:১০:১৫ (02-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

জয়পুরহাটে টানা ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা

জয়পুরহাট প্রতিনিধি: গত তিন দিন ধরে টানা বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় কৃষিজমি। জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, কালাই ও সদর উপজেলার ফসলি জমিগুলোতে জমে রয়েছে পানি। এতে পাকা ধান, আগাম আলু বপনের জমি, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন শীতকালীন সবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পানি নামার সুযোগ না পেয়ে ধান ক্ষেতের গোড়ায় পানি জমে গাছ পড়ে যাচ্ছে। অনেক জায়গায় পাকা ধান সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে। ফলে ধান কাটতে পারছেন না কৃষকরা। যা ধানের মান ও ফলনে মারাত্মক প্রভাব ফেলবে।অন্যদিকে, আগাম আলু ও সবজি চাষিরাও পড়েছেন বিপাকে। সদ্য বপন করা আলুর জমিতে পানি জমে বীজ পঁচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পেঁয়াজ ও রসুনের বীজতলাতেও একই অবস্থা।কৃষকরা বলছেন, একদিকে সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে যায়, তার উপর এই অতিবৃষ্টিতে সবকিছু যেন হাতছাড়া হয়ে যাচ্ছে।ক্ষেতলালের এক কৃষক বলেন, ‘আমার দেড় বিঘা জমিতে আগাম আলু দিয়েছি, এখন পুরো জমি পানির নিচে। যদি পানি না নামে, সব বীজ পচে যাবে।’এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, টানা বৃষ্টির কারণে জমিতে অতিরিক্ত পানি জমে ফসলের ক্ষতি হয়েছে বলে তারা অবহিত হয়েছেন। তারা মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছেন এবং কৃষকদের জমি থেকে পানি নিষ্কাশনের পরামর্শ দিচ্ছেন।জেলার কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি আবহাওয়া স্বাভাবিক হয় এবং দ্রুত পানি নেমে যায়, তাহলে কিছু ফসল পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। তবে অতিরিক্ত আর্দ্রতা থাকলে রোগ-বালাইয়ের ঝুঁকিও বেড়ে যেতে পারে।