• ঢাকা
  • |
  • বুধবার ২রা আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৪:১২ (17-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে অপরাজিতা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: মানব সভ্যতার বিকাশে নারী-পুরুষ উভয়ের অবদান সমান, সমাজে চলার পথে তারা একে অপরের পরিপূরক। অথচ আজও নারীরা নানা কারণে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে মাসিককালীন সময়ে সামাজিক সংকোচ ও জড়তার কারণে তাদের পিছিয়ে পড়তে হচ্ছে।স্বাস্থ্যবিধি না মানতে পারা ও সচেতনতার অভাব এই সময়ে নারীর জীবনে বড় প্রতিবন্ধকতা তৈরি করে। এ বাস্তবতা থেকে নারীর পাশে দাঁড়াতে এবং তাদের আত্মবিশ্বাসী করে তুলতে চলো স্বপ্ন ছুঁই ও সুপরিচিত ব্র্যান্ড সেনোরার সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন “গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি” হাতে নিয়েছে বিশেষ উদ্যোগ প্রোজেক্ট “অপরাজিতা”।সম্প্রতি বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজন করা হয় সচেতনতামূলক ক্যাম্পেইন, যেখানে সংগঠনের নারী স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে মাসিককালীন যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজ  এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. শাহিন, এসময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মহাসিন খান, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম হাওলাদার, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির মো ইমরান হোসেন, খাইরুল ইসলাম মুন্না,  আরিফুর ইসলাম মান্না, সৌরভ জোমাদ্দার, ইশমাত মাহাজাবিন বিন্তি, তৌহিদ, আরিফ হাসান, রিয়া, শেফা,  বুশরা, অনন্য, অঙ্কিতা, অধরা প্রমুখ।গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম মুন্না বলেন, ‘নারীরা সমাজের অর্ধেক। অথচ পিরিয়ড নিয়ে এখনো কুসংস্কার ও সংকোচ বিদ্যমান, যা তাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। অপরাজিতা প্রজেক্টের মাধ্যমে আমরা নারীদের স্বাস্থ্য সচেতন করতে চাই, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।’