মানিকগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন লক্ষ্যে দোকান ও অটোরিকশা বিতরণ
মানিকগঞ্জ প্রতিনিধি: ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৭ জন ভিক্ষুককে বিনামূল্যে ৬টি দোকান এবং একজনকে একটি অটোরিকশা বিতরণ করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।১৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার ভূমদক্ষিণ বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পুনর্বাসনকৃত ভিক্ষুকদের হাতে দোকান ও অটোরিকশার চাবি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, "ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি। সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের আওতায় আনতে কাজ করছে। আজ যারা দোকান ও অটোরিকশা পেয়েছেন তারা যেন আর কখনো ভিক্ষাবৃত্তিতে না জড়ান, সেদিকে নজর রাখতে হবে।"সরকারের এই উদ্যোগের মাধ্যমে পুনর্বাসিত ব্যক্তিরা এখন থেকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।