মানিকগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে সহিংসতা ও মব সন্ত্রাসের ঘটনার প্রতিবাদেও এ কর্মসূচি পালন করা হয়।

২৩ ডিসেম্বর সোমবার সকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা শহরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দীপু চন্দ্র দাসকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহিত করতে পরে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সহিংসতা ও মব সন্ত্রাস আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সমাবেশে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available