• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ সকাল ১১:৩৩:৩৩ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি: আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল হান্নান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের একটি জঙ্গল থেকে বরকা পড়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের রাতে কেউ ওই নারীকে হত্যা করতে পারে।তিনি আরও বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ওই নারীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান