যৌথবাহিনীর অভিযানে বগুড়ায় বিপুল মাদকসহ আটক ২
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের চকসূত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনি থেকে এসব মাদক জব্দ করা হয়৷ এ সময় দুইজনকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।আটককৃতরা হলেন- বাশফোঁড় কলোনির হরিজন রনি (৩৫) ও হরিজন শান্ত (২৫)। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ঘর ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ ও ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এরপর দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকের পর তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।