• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৪৭:২৭ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় বিএনপির দোয়া মাহফিল

৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:০৬

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার বগুড়া: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Ad

৮ ডিসেম্বর সোমবার বিকেলে শহরের আলতাফুনেছা খেলার মাঠে জেলা বিএনপির ২৪টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন।

Ad
Ad

বাদ আছর নামাজ শেষে গণ দোয়া ও মোনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একজন আপসহীন নেত্রী হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছেন।

তার অসুস্থতার পেছনে দীর্ঘ কারাবাস ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এখন তার চিকিৎসা চলছে। আল্লাহর রহমতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠবেন এবং আবারও দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারাদেশে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করছেন।

মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আতাউল্লাহ নিজামী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীনসহ জেলা, শহর, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণ দোয়া আয়োজনের বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারসহ দেশের বিভিন্ন স্তরের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন।

তিনি আরও বলেন, বগুড়াবাসীর দায়িত্ববোধ থেকেই এই গণ দোয়ার আয়োজন করা হয়েছে। আশা করছি, শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩






Follow Us