• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ০৮:৪৯:৪২ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে পঞ্চগড় ছাত্রদলের আনন্দ মিছিল

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২২ ডিসেম্বর সোমবার বিকেলে জেলার কলেজ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, ‘একটি আধুনিক রাষ্ট্র বিনির্মাণের যে পরিকল্পনা প্রণয়ন করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী ছাত্রদলকে যে দায়িত্ব অর্পণ করা হবে আমরা তা ইমানি দায়িত্ব মনে করে অক্ষরে অক্ষরে পালন করবো। আমাদের যে প্রতিজ্ঞা রয়েছে সেই প্রতিজ্ঞা আজকের এই আনন্দখন মুহূর্তে আমরা আবারও সেই প্রতিজ্ঞার পুনরাবৃত্তি করছি।এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান