• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ সকাল ১১:৪০:৪২ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে যুবদলের র‌্যালি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে।৭ নভেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে র্যালীটি বের হয়ে জালকুড়ি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।এসময় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মিছিলটি জেলা বিএনপির সমাবেশে যোগ দেয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ফেস্টুনসহ নানা ধরনের স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে।মশিউর রহমান রনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রবর্তন করেছেন। তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান