নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক অনলাইন পোর্টালের তিন সাংবাদিকের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাদের মারধর করে রক্তাক্ত জখম করে এবং ক্যামেরা ও মুঠোফোন ভাঙচুর করে। পরে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহরের খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

৫ নভেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদাৎ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতা-ই রাব্বির বাবা।


আহত সাংবাদিকরা হলেন— অনলাইন পোর্টাল জাগো নিউজ-এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ খান (২৭), স্থানীয় অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ-এর ক্যামেরাম্যান আব্দুল্লাহ্ মামুন (৩২) এবং আয়াজ হোসেন (২৮)।
আকাশ খান জানান, ‘গিরিধারা বউবাজার এলাকার এক নারী অভিযোগ করেন, বিএনপির নামধারী নেতা শাহাদাৎ হোসেন ও তার ছেলে আতা-ই রাব্বি তার জমি দখল করে রেখেছেন। এ বিষয়ে ওই নারী একাধিকবার ফতুল্লা থানায় জিডি করেছেন। আমরা বুধবার বিকেল ৪টার দিকে বিষয়টি যাচাই করতে ঘটনাস্থলে যাই। সেখানে ভুক্তভোগীর সঙ্গে কথা বলার সময় শাহাদাৎ হোসেন লোকজন নিয়ে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের টেনে-হিঁচড়ে একটি কক্ষে নিয়ে যায় এবং লাঠি ও রড দিয়ে মারধর করে। ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে। পরে অন্য সাংবাদিকরা খবর পেয়ে এলে তাদের সঙ্গেও অশোভন আচরণ করা হয়।’
নিউজ নারায়ণগঞ্জ-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেন বলেন, ‘সাংবাদিকদের আটকে রেখে মারধর করা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available