• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ সকাল ১১:৩৮:৪৭ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে গাঁজা জব্দ

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির লংগদু সেনা জোনের সফল অভিযানে লংগদু উপজেলার ঝর্না টিলা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়েছে।৮ নভেম্বর শনিবার আনুমানিক সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল লংগদু-বাইট্টাপাড়া রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।টহলদলের একটি গ্রুপ পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোডে গোপনে অবস্থান করে। অপর আরেকটি গ্রুপ কাঠালতলা এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারি দল মালামাল নিয়ে বরাদম রোডে যাওয়ার কথা থাকলেও সেনাবাহিনীর অবস্থান টের পেয়ে রাস্তা বদল করে ঝর্ণাটিলা বাইট্রাপাড়া রোডে আসতে থাকে।আনুমানিক ৭টা ৫০ মিনিটের সময় ঝর্নাটিলা এলাকায় একজন বস্তাভর্তি মালামাল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ একটি মোটরসাইকেল এসে তার কাছে দাঁড়ায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল জিজ্ঞাসাবাদের জন্য থামতে বললে বস্তা রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া বস্তা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত মাদকদ্রব্য লংগদু ও বাইট্টাপাড়া  এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ গাঁজা লংগদু থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান