গাজীপুরে ডাকাতির প্রস্তুতি, আটক ৩
গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।৭ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে শ্রীপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাগমারা এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছথেকে দুটি চাপাতি ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।আটকরা হলেন- শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সেলিম গণির ছেলে পারভেজ (২৫), টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজালের মৃত উসমান গনি মল্লিকের ছেলে সবুজ মল্লিক (৩৫), শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার আবুল কাশেমের ছেলে নাঈম (২৫)।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।