গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে পৌরসভার একটি ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে জসিম উদ্দিন (৪৪) নামের এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।

২৬ জানুয়ারি সোমবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আনসার রোড সংলগ্ন ওই কারখানার ১ নম্বর গেটের ভেতরে এই দুর্ঘটনা ঘটে।


নিহত জসিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি কেওয়া পূর্বখণ্ড এলাকায় সপরিবারে ভাড়া থেকে ওই কারখানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জসিম উদ্দিন সকালে কারখানার ১ নম্বর গেটের উত্তর পাশে দায়িত্ব পালন করছিলেন। সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার বর্জ্য সংগ্রহের একটি গাড়ি কারখানার ভেতরে প্রবেশ করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে জসিম উদ্দিন গাড়ির নিচে চাপা পড়েন। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটির চালক দ্রুত পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে নিহতের স্ত্রী শিউলি আক্তার শ্রীপুর থানা চত্বরে এসে কান্নায় ভেঙে পড়েন। নিহত জসিম উদ্দিনের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের বাড়ির মালিক আব্দুল মান্নান জানান, সকালে সুস্থ শরীরে ডিউটিতে গিয়েছিলেন জসিম, তার এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।
শ্রীপুর পৌরসভার সচিব বদরুজ্জামান বাদল জানান, পৌর কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে দাফনের প্রাথমিক খরচ ও বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, কারখানা ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available