ছোবল মারা কোবরা সাপ নিয়ে হাসপাতালে হাজির হলেন বৃদ্ধা
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এক বিরল ঘটনার জন্ম দিয়েছেন সুমিত্রা রানী (৬০) নামে এক নারী। কোবরা সাপের ছোবলে আহত হওয়ার পর তিনি শুধু নিজেই হাসপাতালে যাননি, ছোবল দেওয়া সাপটিকেও একটি প্লাস্টিকের বোয়ামে ভরে নিয়ে হাজির হয়েছেন চিকিৎসকের কাছে। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘরের পুরোনো একটি প্লাস্টিকের বোয়াম পরিষ্কার করার সময় হঠাৎ সাপটি বের হয়ে এসে সুমিত্রা রানীকে ছোবল দেয়।সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, ‘মা কাজ করছিলেন, হঠাৎ চিৎকার শুনে ঘরে ছুটে যাই। দেখি মা কাঁপছেন আর পাশে সাপটি পড়ে আছে। কী সাপ বুঝতে না পেরে সেটিকে বোয়ামে ভরে দ্রুত মাকে নিয়ে হাসপাতালে ছুটি।’পরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে দেখে নিশ্চিত হন, এটি একটি বিষধর কোবরা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, ‘রোগী বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে আসেন, সাথে সাপটিও আনা হয়েছিল। নিশ্চিত হওয়ার পরপরই তাকে এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন।’ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অনেকেই হাসপাতালে ছুটে আসেন সাপটি দেখার জন্য।