• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ০৮:৪০:০১ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: সন্ত্রাস, মাদক, জুয়া নির্মূল ও সহিংসতা এড়ানোসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার প্রমুখ।বক্তারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি ছিনতাই রোধে পুলিশি টহল জোরদার করার পরামর্শ প্রদান করেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনো অপশক্তি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সভায় মাদকবিরোধী অভিযান জোরদার ও অপরাধ দমনে নিয়মিত নজরদারির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।