• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১০:২৩:১৭ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্ৰেফতার

২৯ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৯:২৯

সংবাদ ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার ইউনিয়ন কৃষকদল নেতা মোবারক হত্যা মামলার প্রধান আসামি ময়নুল ইসলাম মমিনুলকে (৪৫) কক্সবাজার থেকে গ্ৰেফতার করেছে পুলিশ।

Ad

২৯ অক্টোবর বুধবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কাউনিয়া থানার উপ-পরিদর্শক এসআই মকছেদ আলী।

Ad
Ad

মামলার বরাত দিয়ে এসআই মকছেদ আলী জানান, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্ৰামের মৃত ইব্রাহিম আলীর ছেলে ও ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলী গত ২৫ সেপ্টেম্বর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরী কার পাশাপাশি এলাকায় খোঁজাখুঁজি করেন স্বজনরা।

খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৬ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ গ্ৰামে প্রতিবেশী মইনুল ইসলাম মমিনুলের বসতবাড়র রান্না ঘরের পিছনে মোবারকের মরদেহ মাটি চাপা অবস্থায় দেখতে পায় স্বজনরা। এ সময় কৌশলে মমিনুল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রান্না ঘরের পিছনে মাটি খুঁড়ে মোবারকের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মোবারকের মা বাদী হয়ে মমিনুলকে প্রধান আসামি করে সাত জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মমিনুল এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপন করে। ২৭ অক্টোবর সোমবার দুপুর সোয়া ১টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন মধুরছড়া ৪ নাম্বার ক্যাম্প এলাকা থেকে মামলার প্রধান আসামি ময়নুল ইসলাম মমিনুলকে আটক করে র ্যাব-১৫। পরে তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে র ্যাব। খবর পেয়ে মঙ্গলবার কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে থাকা মমিনুলকে গ্ৰেফতার করে বুধবার কাউনিয়া থানায় নিয়ে আসে হয়েছে।

আজ বুধবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে ঘটনার দিন অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই নাম্বার আসামি নজরুল ইসলামকে গ্ৰেফতার করা হয়েছিলো। নজরুল মামলার প্রধান আসামির ছোট ভাই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:৪১



সংবাদ ছবি
পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৪২






Follow Us