• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৫:১০ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় কিশোরী ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫০

সংবাদ ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় ১৫ বছরের এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় ফরহাদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় থানা পুলিশ। এর আগে ২২ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১২টার পর ভুক্তভোগী কিশোরী এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় মামলা করেন।

Ad
Ad

গ্রেফতার ফরহাদ হোসেন উপজেলার সারাই ইউনিয়নের আরাজি বিরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবক ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। গত ২০ ডিসেম্বর রাতে বাড়ির বাহিরের দরজা বন্ধ করতে ওই কিশোরী গেলে তাকে বাঁশঝাড়ে জোর পূর্বক নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ফরহাদ। এসময় মেয়েটি কৌশল করে বাড়িতে চলে আসে এবং পরদিন ঘটনার বিবরণ চাচিকে জানায় সে। সোমবার দুপুরে ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ডাকতে থাকে ফরহাদ। এসময় কিশোরীর পরিবারের লোকজন টের পেয়ে ফরহাদ আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে রাতে কিশোরী ও তার মা থানায় এসে এ ব্যাপারে মামলা দায়ের করেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ফরহাদকে আসামি করে ধর্ষণ চেষ্টা ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার ফরহাদকে বুধবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:৫১




Follow Us