• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১০:১৪:২৩ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জের বন্দরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে বন্দর থানাধীন শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতাররা হলেন, শান্তিনগর এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. লিজান (২০) ও একই এলাকার তাওলদ হোসেনের ছেলে মো. টিটু (৪০)।জানা যায়, শান্তিনগর খেলার মাঠসংলগ্ন পশ্চিম পাশে জুয়েলের নৌযান শ্রমিক কর্মচারী অফিসের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিল তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে শান্তিনগর প্রাইমারি স্কুলের সামনে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।খবর পেয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মো. মনির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে একটি পুরাতন ও ব্যবহৃত মরিচাযুক্ত বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, ম্যাগজিন ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।