সেনবাগে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।২২ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রবিউল হাসান, ২নং কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ৫নং অজুনতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন, ৮নং বীজবাগ ইউনিয়ন যুবলীগের নেতা সবুজ ও দিদার হোসেন।সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক ও হামলা ভাঙচুরের মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।