• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১০:১৪:০৯ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

অনলাইন জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। অনলাইনে বিল এন্ট্রি না হওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল পর্যন্ত বন্দরে দেড় কোটি টাকারও বেশি মাছ ও শুঁটকি আটকা পড়ে আছে। রপ্তানি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক মিয়া বলেন, ‘নিয়ম মেনে সকালে মাছ রপ্তানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়। তবে মৎস্য বিভাগের দেওয়া সার্টিফিকেট অনলাইনে কোড নম্বর না পড়ায় বিল এন্ট্রি সম্ভব হয়নি, ফলে রপ্তানি বন্ধ হয়ে যায়।’উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘ব্যবসায়ীদের আবেদন (এসআইবিএল) অনলাইনে সংযোগ না হওয়ায় এই জটিলতা সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে।’আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার কাজী আল মাসুম জানান, ‘মাছসহ অন্যান্য পণ্য যাতে ব্যবসায়ীরা রপ্তানি করতে পারেন, সে জন্য ম্যানুয়ালি বিল করার চেষ্টা করা হচ্ছে।’