• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ০৮:৪০:৫২ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুর প্রতিনিধি : সমাজকল্যান মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের আওতায় লক্ষ্মীপুর শিশু পরিবারের অসহায় এতিম দুঃস্থ শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত হয়।২৩ ডিসেম্বর মোঙ্গলবার বিকেলে সরকারি শিশু পরিবারের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।জেলা সমাজসেবার উপ-পরিচালক স্বপন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক, পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন। বিভিন্ন স্কুল কলেজের মত এই অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে সরকারী শিশু পরিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন।অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন রকম খেলাধুুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলা শেষে প্রথম দ্বিতীয় এবং তৃৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) সম্রাট খীশা, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ হোসেন, রায়পুর সমাজসেবা কর্মকর্তা মাজহাার প্রমূখ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান