লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ছকিনা বেগম (৫০) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৩ ডিসেম্বর শনিবার ভোররাতে পৌরসভার মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।


খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ বলছে, ডাকাতির সময় বাধা দেওয়ায় নাকি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড- সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানায়, নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্ল্যাহ প্রায় তিন বছর আগে মারা যান। তার দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। শনিবার ভোররাতে ছকিনা বেগমের কক্ষে চিৎকার শোনা যায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় বলে ধারণা করছেন তারা। পরে সকালে স্থানীয়রা ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় ছকিনার ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি বলে জানান স্বজনরা।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যার বিষয়টি সামনে আসছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবদিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available