নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারে এক রাতে তিনটি স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

২১ ডিসেম্বর রোববার দিবাগত রাত ২টায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছেন।


পুলিশ ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, রোববার রাত অনুমান ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাতদল তাদের তাণ্ডব চালায়। তারা প্রতিটি বাড়ির কেঁচি গেইট ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিতে থাকে। ডাকাতদল দয়াল রায়ের ঘর থেকে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের ঘর থেকে ৬ ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ ভরি রুপা এবং ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের ঘর থেকে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ১০০ ভরি রুপা এবং নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। আহত ৪ জনকেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার পর পুলিশ সুজন (২৬) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। গ্রেফতার সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের ছেলে এবং তার নামে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
এ সময় পরিবারের লোকজন ডাক চিৎকার করলে ডাকাত দল ধারালো দা দিয়ে কুপিয়ে গৃহকর্তা সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন রায়ের ছেলে দয়াল রায়, তার ভাগ্নি রাজন রায় এবং ভাগ্নি জামাতা সুজন রায় ও প্রতিবেশী সিয়ামকে গুরুতর জখম করে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available