• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ বিকাল ০৪:২৯:৩৫ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

বড় দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান রাজনগর বিজিবির

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৩:৪৬

সংবাদ ছবি

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে বিজিবি রাজনগর জোন কমান্ডার-এর মতবিনিময় সভা ও খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান হয়েছে।

Ad

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Ad
Ad

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। অধিনায়ক সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

সভা শেষে খ্রিস্টানদেরকে বড়দিন উদযাপন উপলক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাংপাড়া ও গুই ছড়িপাড়ার নামক ২টি গীর্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিজিবি ও জনসাধারণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।

জোন অধিনায়ক লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি বলেন, বিজিবি সর্বদা শান্তি সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৭





সংবাদ ছবি
শিবগঞ্জ সীমান্তে ২৯টি ভারতীয় মোবাইল জব্দ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২৭




Follow Us