• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আশ্বিন ১৪৩২ সকাল ০৯:২৬:৫৭ (20-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নওগাঁ সীমান্তে দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ১৬ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫টায় তাদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ১৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ ভোর রাতে ভারত থেকে ১৬ জন নাগরিককে বাংলাদেশে পুশইন করে। পরবর্তীতে বিজিবির  টহল দল তাদের আটক করে।আটকদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী এবং পাঁচ শিশু রয়েছে। তারা হলেন- নাটোর জেলার মোতালেব শেখ, শফিকুল ইসলাম, মজনু বিশ্বাস, নয়ন খাঁ, মুকুল শেখ, মৃধুল শেখ, সামির, বিনা খাতুন, মিম, মরিয়ম খাতুন, রোজিনা খাতুন, মিরা খাতুন, এলিনা খাতুন, জান্নাতুল সরকার, জোছনা বেগম এবং পাবনা জেলার মিরাজ শেখ।আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য পত্নীতলা থানা পুলিশের সহায়তা স্থানীয় চেয়ারম্যান ও তাদের আত্মীয়-স্বজনদের মাধ্যমে যাচাই করা হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পত্নীতলা থানায় তাদের হস্তান্তর করা হয়।