পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মানবিক উদ্যোগে লালমনিরহাটের দহগ্রামে ৫ শতাধিক ছিন্নমূল ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে।

১০ জানুয়ারি শনিবার সকালে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবি ৫১ ব্যাটালিয়নের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দুর্গম সীমান্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিজিবি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এসএম শফিকুর রহমান এবং বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় কর্নেল এসএম শফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে দহগ্রামের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ দেখা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available