• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:৫৬:১৮ (11-Dec-2025)
  • - ৩৩° সে:

চেয়ারম্যানের পুকুরে যেতে সরকারি ৬ লাখ টাকায় রাস্তা নির্মাণ

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১৩:০৬

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। কিন্তু ইউপি চেয়ারম্যানের পুকুর ও ব্যক্তিগত আড্ডা খানায় যাতায়াতের জন্য একই জায়গায় দুবার সরকারি প্রকল্প নিয়ে ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আরসিসি ও এইচবিবি রাস্তা।

Ad

প্রকল্প সূত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে ৩ লক্ষ টাকা ব্যয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রহমের বাড়ি থেকে তোফাজ্জল হোসেনের পুকুর পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, একই জায়গায় ২০২৩-২৪ অর্থ বছরে এডিবির প্রকল্প নিয়ে ৩ লাখ টাকা ব্যয়ে এইচবিবি রাস্তা নির্মাণের বরাদ্দ দেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।

Ad
Ad

সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ওই রাস্তা শুধুমাত্র চেয়ারম্যানের পুকুর পর্যন্ত গিয়েছে, যা জনগণের কোনো উপকারে আসছে না।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আরও জানান, ইউনিয়নের অনেক জনগুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা নাজুক থাকলেও সরকারি বরাদ্দের টাকা দিয়ে শুধুমাত্র চেয়ারম্যানের ব্যক্তিগত সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়াও সেখানে সরকারি সাবমারসিবল ও পানির ট্যংক স্থাপন করেছেন তার পুকুরে পানি সরবরাহ এবং তার আড্ডা খানায় ব্যবহারের জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বে তোফাজ্জল চেয়ারম্যান ওই রাস্তার শেষ মাথায় পুকুর পাড়ে তার ব্যক্তিগত আড্ডাখানা জন্য ঘর তৈরি করেছিলেন এবং ইউনিয়ন পরিষদে না গিয়ে তিনি ওখানেই আড্ডা দিতেন এবং আওয়ামী লীগের দলীয় কার্যকলাপ চালাতেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে জায়গাটি এখন পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘রাস্তাটি জনগণের জন্য করা হয়েছে। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে থাকি সেটা আমার অবশ্যই অন্যায়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
আজ ঐতিহাসিক হিলি মুক্ত দিবস
১১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪২:৩৬



সংবাদ ছবি
গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ
১১ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২০:৩৫







Follow Us