কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: গভীর রাতে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নামেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন।

তিনি চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশনায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল ও ভবঘুরে মানুষ এবং রাতে কচুয়া বাজার, রহিমানগর বাজার ও পালগিরি বাজারসহ বিভিন্ন বাজারের পাহাড়াদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।


এসময় কচুয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এই মানবিক কার্যক্রমে শীতার্ত মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফুটে ওঠে।
পুলিশ প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available