নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় রাত্রিকালীন পুলিশের তল্লাশিচৌকিতে দায়িত্বরত এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

২২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌরসভার পাগলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


আহত পুলিশ সদস্যের নাম ইজাজুল হক এজাজ (৪৩)। তিনি হালুয়াঘাট থানায় কর্মরত কনস্টেবল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে ওই এলাকায় একটি তল্লাশিচৌকি বসিয়ে একজন এএসআইসহ তিন সদস্যের একটি টিম দায়িত্ব পালন করছিল। এ সময় গভীর রাতে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি শুরু করলে মোটরসাইকেলে থাকা দুই যুবকের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। মোটরসাইকেল থামানো নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মো. লিয়ন খান (২৮)।
পরে পুলিশ সদস্যরা বিষয়টি জানাতে ঘটনাস্থলের পাশেই অবস্থিত লিয়নের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে কনস্টেবল ইজাজুল হক এজাজের ওপর ধারালো অস্ত্র (দা) দিয়ে হামলা চালান লিয়ন। এতে তার পিঠে গুরুতর জখম হয়।
ঘটনার পর হামলাকারী লিয়ন পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে পুলিশ তার মোটরসাইকেল জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা রুহুল আমিন খান (৫৫)-কে থানায় নিয়ে আসে। রুহুল আমিন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে পুলিশ জানিয়েছে।
২৩ জানুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পৌর শহরের মধ্যবাজার এলাকা থেকে অভিযুক্ত লিয়ন খানকে গ্রেফতার করে পুলিশ।
হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘ঘটনায় জড়িত বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available