সোনারগাঁয়ে স্বামীকে না পেয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে আহত
                                                             মাল্টিমিডিয়া রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখল ও চাঁদাবাজির জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে স্বামীকে না পেয়ে স্ত্রী মুক্তা (৪২) কে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে যখন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী শাহ আলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ভুক্তভোগীর জানায়, সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র মো. শাহ আলম দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। কিন্তু প্রতিবেশী  আমির হোসেন,  তাওলাদ, মনির হোসেন, আমজাদ সহ আরও ৭-৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসী গত ২৭ অক্টোবর  দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপরোক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র—রামদা, লোহার পাইপ ও লাঠি  সোঁটা নিয়ে শাহ আলমের নির্মাণাধীন ভবনে হামলা চালায়। তারা শাহ আলমের কাছ থেকে চাঁদা দাবি করে; চাঁদা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।প্রতিবাদ করলে শাহ আলম, তার বড় ভাই বিল্লাল হোসেন (৫৫) ও ভাতিজা আল আমিন (১৬)-এর ওপর এলোপাথারি আঘাত হানে। হামলাকারীরা লোহার রড ও  লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে তাদের মারাত্মক জখম করে, পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।দ্বিতীয় দফায় সশস্ত্র দল নির্মাণাধীন এলাকায় পুনরায় হামলা চালায়। শাহ আলম কে না পেয়ে স্ত্রী মুক্তা কে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পুনরায় আবারও বাড়ি ঘরে লুটপাট চালায়। সন্ত্রাসীদের দাবি মোটা অংকের টাকা অথবা জমি দখল না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।এদিকে এলাকাবাসী স্ত্রী মুক্তাকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত রাশেদুল বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও দুঃখজনক। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।