• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ০৮:২৮:৪১ (23-Jan-2026)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

লালমনিরহাটে কলেজছাত্রী অপহরণ, প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় র‍্যাবের যৌথ অভিযানে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রধান আসামি মো. নাঈম ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়।গ্রেফতার নাঈম ইসলাম লালমনিরহাট জেলার বালাটারী এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে।র‍্যাব সূত্রে জানা যায়, কলেজে যাতায়াতের সময় নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে ভিকটিমকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। পরবর্তীতে গত ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আসামি ও তার সহযোগীরা একটি মাইক্রোবাসযোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।ঘটনার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৯টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিবু মার্কেটের যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে র‍্যাবের যৌথ আভিযানিক দল। অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করা হয় এবং অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।র‍্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।