লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মজুপুর এলাকায় লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের মোস্তফা (৪৫), একই উপজেলার গিলাতলা গ্রামের সাগর (২১) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা গ্রামের বাবলু (৪৫)।
লক্ষ্মীপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম মহাসড়কের রাজু ম্যানসনের সামনে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় জড়িত থাকার দায়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দেশের সীমান্ত এলাকা থেকে মাদক এনে উপকূলীয় জেলাগুলোতে সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available