নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সংসদ সদস্য সিঙ্গাপুর থাইল্যান্ড বানানোর স্বপ্ন দেখালেও আদতে অন্ধকারে রয়ে গেছে শরীয়তপুরের নড়িয়া-সখীপুর। উন্নয়নের নামে লুটপাটের হরিলুটে ব্যস্ত ছিলেন তারা। এমন অভিযোগ করেন শরীয়তপুর-২ এর ধানের শীষের প্রার্থী শফিকুর রহমান কিরণের স্ত্রী ফারহানা কাদির রহমান।

২২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি অডিটোরিয়ামে সখিপুরের ঢাকাস্থ আরশীনগর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এক সভায় এসব অভিযোগ করেন তিনি।


ফারহানা কাদির রহমান বলেন, যতবারই ক্ষমতায় ছিল বিএনপি ততবারই উন্নয়নের সুফল পেয়েছে দেশের মানুষ। সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনে শফিকুর রহমান কিরণকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।
তিনি স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সন্তানতুল্য ছিলেন শফিকুর রহমান কিরণ। শরীয়তপুর-২ এ শফিকুর রহমান কিরণকে বিজয়ী করতে পারলে বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে।
১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে শফিকুর রহমান কিরণকে বিজয় করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান কিরণ পত্নী ফারহানা কাদির রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকাস্থ আরশীনগর ইউনিয়নের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available