• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:১৬ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

সমুদ্রে উদ্ধার জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্ট গার্ড

২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৮:১২

সমুদ্রে উদ্ধার জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্ট গার্ড

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। পরে বাংলাদেশ কোস্ট গার্ড তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Ad

২৩ জানুয়ারি শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

তিনি জানান, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরে যাত্রা করে। গত ১৮ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে নৌকাটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ নৌকাটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে নৌকা থেকে পানিতে পড়ে যান।

ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। মানবিক বিবেচনায় উদ্ধার জেলেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে।

পরবর্তীতে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’র মাধ্যমে উদ্ধার হওয়া জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বানৌজা পদ্মা থেকে তাকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এরপর কোস্ট গার্ডের বোটযোগে গত ২২ জানুয়ারি বিকেল ৪টায় ওই জেলেকে কোস্ট গার্ড বেইস মোংলায় আনা হয়। পরিবারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পরে তাকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধার জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানানো হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, এই হস্তান্তরের ঘটনা সমুদ্রসীমায় দায়িত্ব পালনরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতামূলক সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ
নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ
২৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৫৬



Follow Us