নোয়াখালী প্রতিনিধি: অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমাদের মূল চেতনা থেকে সরে গিয়ে দেশ যেনো আগামীতে উগ্র জঙ্গিবাদ, সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে দেশ না যায়, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু।

২৩ জানুয়ারি শুক্রবার নোয়াখালী মেডিকলে কলজে প্রাঙ্গণে সনাতন ধর্মের বিদ্যার দেবী স্বরস্বতি পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, উন্নত, ন্যায় বিচার ভিত্তিতে রাষ্ট্র গঠনের লক্ষে সনাতন ধর্মের ভাই-বোনদের ওপর নির্ভর করছে আগামীতে কারা সরকারে আসবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তাদের ভোট হলো নিয়ামক শক্তি।
এসময় বরকত উল্লাহ বুলুর স্ত্রী শামিমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available