• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৫১:৫২ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২২:০২

রাঙ্গাবালীতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া কলেজ মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

Ad
Ad

নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছেন। এদের মধ্যে তিনজন ইউনিয়ন পরিষদের সদস্যও রয়েছেন। তারা হলেন, বড়বাইশদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইমাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতি মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান সোহাগ।

এ বিষয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা চাই সবার জন্য বাংলাদেশ। আমরা চাই জনগণ সার্বভৌম হোক। জনগণ যে সিদ্ধান্ত নেবে, সেটিই আগামী দিনে কার্যকর হবে। ভোটের মাধ্যমেই তারা নেতৃত্ব নির্বাচন করবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ এটাই আজ জনগণের কাছে আমাদের মূল বার্তা। এই বার্তার প্রতি আস্থা রেখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এই যোগদান আমাদের জন্য সন্তোষজনক।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us