• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ দুপুর ০২:৫০:১৮ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০৩:২৪

নলডাঙ্গায় বিএনপির ১২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর-২ (সদর–নলডাঙ্গা) সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান মিলিয়ে ১২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

Ad

৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

Ad
Ad

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পিপরুল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. ইস্রাফিল এবং যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. খালেদুল ইসলামসহ বিএনপির সক্রিয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী নবাগতদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এ সময় বিএনপি থেকে আগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, ‘আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে নাটোর সদর ও নলডাঙ্গার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও উন্নত নাটোর গড়ে তোলা হবে। নাটোর হবে বাংলাদেশের জন্য একটি মডেল জেলা সদর। জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি উপজেলা উপহার দেওয়া হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা নায়েবে আমীর অধ্যাপক মো. দেলোয়ার হোসেন খান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আলী আল মাসুদ মিলন, শিবিরের সাবেক নলডাঙ্গা উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us