নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

৩০ জানুয়ারি শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এ সতর্কতা জারি করা হয়েছে।


এর আগে সবশেষ গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল দূতাবাসটি।
দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে, যা বিক্ষোভ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্য করে ঘটতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত কোনো বিক্ষোভ বা সমাবেশও হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের এসব কার্যক্রম এড়িয়ে চলা এবং সব সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বলেও উল্লেখ করা হয়। এসব কারণে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ১১ ও ১২ ফেব্রুয়ারি সীমিত পরিসরে সশরীরে সেবা প্রদান করবে।
সতর্কতায় কয়েকটি করণীয় পদক্ষেপ উল্লেখ করা হয়। সেগুলো হলো—
১. বড় জনতা এবং বিক্ষোভ এড়িয়ে চলুন
২. সর্বদা আপনার আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন
৩. স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করুন
৪. সতর্ক থাকুন এবং কম প্রোফাইলে থাকুন
৫. জরুরি যোগাযোগের জন্য সর্বদা আপনার চার্জ করা মোবাইল ফোনটি সঙ্গে রাখুন
৬. আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন।
৭. ভ্রমণের ক্ষেত্রে বিকল্প রুটের পরিকল্পনা করুন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available