শ্রীপুরে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৬ ডাকাত আটক
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।১২ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফালুমার্কেট সংলগ্ন হ্যালিপ্যাড মাঠ এলাকা থেকে পাঁচজন এবং মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সড়কের হাশিখালী ব্রিজ এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের সিকান্দার বাদশা ছেলে গোলজার (২৪), পৌরসভার লোহাগাছ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে রিদয় (২৩), ভাওয়াল মির্জাপুর এলাকার আক্কাস শিকদারের ছোলে আল আমীন (৩২), দক্ষিণ ভাংনাহাটি এলাকার রবিউল ইসলামের ছেলে আহমদ (৩৫), দক্ষিণ ভাংনাহাটি গোলাম মুস্তফার ছেলে ফারুখ (২২)। অপরদিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাশিখালী ব্রিজ এলাকা থেকে দেলোয়ার হোসেন (২৮) নামে একজনকে আটক করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, রাতে পৃথক স্থানে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুটি মোটরসাইকেল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।