সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ছয় পরিবারের মাঝে ২৬ লাখ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ১৯সেপ্টেম্বর শুক্রবার সকালে সাতক্ষীরা বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ এ অনুদানের চেক বিতরণ করেন।আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ বলেন, “সড়ক পরিবহণ আইন ও বিধিমালা অনুযায়ী সড়কে যে প্রাণগুলি ঝরে যায় তার ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়"। তবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দায়ভার আমরা কিছুটা হলেও নিচ্ছি। এজন্যই বিআরটিএ উদ্যোগ নিয়ে দেশের সব জেলার ডিসিদের কাছে ডিও লেটার পাঠিয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরণ পায়। একারনে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন ।তিনি বলেন, পুরানো যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই এখন থেকে ২০ থেকে ২৫ বছরের বেশি পুরোনো গাড়ি রাস্তায় চলাচল বন্ধে বিআর টিএর পক্ষ উদ্যোগ নেওয়া হচ্ছে।এ সময় বরিশাল বিভাগের বিআরটিএ সহকারী পরিচালক জিয়াউর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত ম্যাজিট্রেড রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবাহান খোকন।অনুষ্ঠান শেষে পাঁচজন নিহতের পরিবারকে ৫লাখ এবং আহত একজনকে ১লাখ টাকার চেক প্রদান করা হয়।