• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ১২:২১:০৪ (05-Nov-2025)
  • - ৩৩° সে:

বেরোবিতে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও চেক বিতরণ

৪ নভেম্বর ২০২৫ রাত ০৮:৪০:৩৯

সংবাদ ছবি

বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ জার্মান রিটেইলার কিক এর অর্থায়নে ও জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স প্রকল্পের আওতায় শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জামাদি এবং চেক বিতরণ করা হয়।

Ad

৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এবং বেরোবির সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন।

Ad
Ad

এসময় উপাচার্য বলেন, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও চলমান রাখতে সহায়তা করবে। উপাচার্য এই প্রকাল্পের যথাযথ সাফল্য কামনা করেন এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস ও কিককে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
সাগরে লঘুচাপ, ৪ জেলায় অতিভারী বৃষ্টির আভাস
৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১:০৭




Follow Us