• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ দুপুর ০১:১৭:১৪ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ভোটের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন তারেক রহমান

৩০ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৩:১১

ভোটের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন তারেক রহমান

নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। তিনি বলেন, ভোট ডাকাতির ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। তাই ভোটের দিন রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করে সকালের প্রথম প্রহরে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

Ad

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

তারেক রহমান বলেন, ভোটের অধিকার এক সময় বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছে, অনেক পরিবার আপনজন হারিয়েছে। তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে।

ভোটের দিনের করণীয় সম্পর্কে তিনি বলেন, সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে একসঙ্গে ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানরা সেখানে জামাতে নামাজ আদায় করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোটের প্রতিটি ধাপে নজরদারি করবেন।

তিনি আরও বলেন, সকাল ৭টায় ভোটকেন্দ্র খুললেই ভোট দেওয়া শুরু করতে হবে, কোনো ধরনের গাফিলতি চলবে না। অতীত নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, খালি ব্যালট বাক্স দেখিয়ে পরে ভরা বাক্স দেখানোর ঘটনা ঘটেছে। এসব ভুলে গেলে চলবে না।

নিশি রাতের ভোটের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, অনেক সময় দেখা যায় ভোটকেন্দ্রের সামনে লাইন থাকলেও ভেতরে লাইন এগোয় না। বুঝতে হবে তখন ভেতরে কারচুপি হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষি ঋণের মুনাফা মওকুফ করা হবে। পাশাপাশি সকল ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য বেতনভিত্তিক ব্যবস্থা চালু করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

জনসভায় তারেক রহমান নওগাঁ ও জয়পুরহাট জেলার ধানের শীষ প্রতীকের আটটি আসনের প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

জনসভাটি জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বামনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
বামনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
৩০ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:০৭:৩৯


Follow Us