• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৮:০৯ (11-Nov-2025)
  • - ৩৩° সে:

জুলাই সনদের বাইরের সিদ্ধান্তগুলো মানতে বাধ্য নয়: সালাহউদ্দিন আহমেদ

১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৩:৩৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মানার বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দেন, ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করা হলে এর সব দায়-দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।

Ad

১১ নভেম্বর মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

Ad
Ad

এর আগে লিখিত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানান খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ বলেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে যেসব বিষয়ে বক্তব্য দিচ্ছেন, তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক আদেশ জারির বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব ছিল না। তিনি বর্তমান সংবিধানের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের আদেশ জারির ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোনো বিধান রইলো না, সেটা বিলুপ্ত হলো।

তিনি আরও বলেন, এখন যদি কোনো প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করা হয় এবং সেটার আইনি মর্যাদা না থাকে, তবে সেটা আইন হবে না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জাতীয় ঐকমত্যের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের ওপরে জনগণের সম্মতি নেওয়ার জন্য তারা রাজি হয়েছিলেন। তবে সরকার আলোচনার জন্য আহ্বান জানালে, সে ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, তবে রাজপথে নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
১৩ নভেম্বর খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধ
১১ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৭:৪৬

সংবাদ ছবি
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২
১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:১৩



সংবাদ ছবি
মোহাম্মদপুরে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:০৭

সংবাদ ছবি
খুলনা-মোংলা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি
১১ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:১০





Follow Us